আওয়ার ইসলাম: ফের সেলফ আইসোলেশনে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনা আক্রান্ত এক এমপির সংস্পর্শে আসায় রোববার রাত থেকে সেলফ আইসোলেশনে গেছেন তিনি।
গত বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটে অ্যাশফিল্ডের এমপি লি অ্যান্ডারসনের সঙ্গে বৈঠক করেছিলেন জনসন। পরে অ্যান্ডারসনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। আর তাই জনসন আইসোলেশনে গেছেন।
জনসন টুইটারে লিখেন, এনএইচএস টেস্ট করিয়েছি তবে করোনার কোনো লক্ষণ ধরা পড়েনি। যেহেতু করোনা পজেটিভ একজনের সংস্পর্শে ছিলাম তাই সেলফ আইসোলেশনে আছি।
তিনি লিখেন, আমার দেহে কোনো করোনার লক্ষণ নেই। সরকারি বিধি মেনে সেলফ আইসোলেশনে আছি।
করোনা ভাইরাস নিয়ে বিশেষ ঘোষণা দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন জনসন। আগামী কয়েক সপ্তাহে যুক্তরাজ্যে বিভিন্ন বিধি-নিষেধ জারি করার কথা। এর মধ্যেই প্রধানমন্ত্রী জনসনকে সেলফ আইসোলেশনে যেতে হলো।
করোনার মহামারী শুরুর দিকে কোভিড-১৯ পজেটিভ হয়েছিলেন বরিস জনসন। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সেসময় তাকে আইসিইউ-তে নেয়া হয়েছিল। পরে সুস্থ হয়ে কাজে যোগ দেন তিনি।
-এএ