মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


ফাইজারের প্রথম টিকা নিলেন ব্রিটিশ এই নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রিটেনে আজ মঙ্গলবার থেকে করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হয়েছে। ৯০ বছর বয়সী একজন নারীকে টিকা দেয়ার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। খবর বিবিসির।

জানা গেছে, ওই নারীর নাম মার্গারেট কেনান। উত্তর আয়ারল্যান্ডের এনিসকিলেন শহরের বাসিন্দা তিনি। ব্রিটেনে অনুমোদিত ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা বিশ্বে সবার আগে আনুষ্ঠানিকভাবে নিলেন তিনি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নারী আগামী সপ্তাহে ৯১ বছরে পা দেবেন। ৯১তম জন্মদিনের আগে টিকা পেয়ে ভীষণ খুশি মার্গারেট। মার্গারেট বলেন, জীবনের সবচেয়ে ভালো জন্মদিনপূর্ব উপহার এই টিকা।

ব্রিটনে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পরিস্থিতিতে টিকাদান কর্মসূচি শুরু হওয়ায় সে দেশে উৎসবের আমেজ বিরাজ করছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন উচ্ছ্বাস প্রকাশ করে সবাইকে করোনা টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন। সে দেশের স্বাস্থ্যমন্ত্রীও এ আহ্বান জানিয়েছেন। যদিও বরিস জনসন বলেছেন, করোনা টিকা কারো জন্য বাধ্যতামূলক নয়।

টিকাদান কর্মসূচির প্রথম ধাপে ৮০ বছরের উর্ধ্বের নাগরিক এবং স্বাস্থ্যকর্মীদের বেছে নিচ্ছে ব্রিটেন। ৭০টি হাসপাতালে টিকা দেয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ