মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের পরিকল্পনা নেই: তিউনিসিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচেম মেছিছিল। সোমবার ফরাসি গণমাধ্যম ফ্রান্স-টুয়েটিফোরকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের বিষয়টি তিউনিসিয়ার আলোচ্যসূচিতে নেই। তিনি জোর দিয়ে বলেন, মরক্কোর সিদ্ধান্তকে সম্মান করে তার দেশ। খবর আল জাজিরা'র।

তিনি বলেন, ‘প্রত্যেকটি দেশের নিজস্ব বাস্তবতা, নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজেদের কূটনৈতিক শিষ্টাচার রয়েছে। যার মাধ্যমে ওই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সবচেয়ে ভালো জিনিসটি বিবেচনা করেন। আমরা মরক্কোর সিদ্ধান্তকে সম্মান করি। মরক্কো আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তাদের আমরা অনেক বেশি ভালোবাসি।’

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদানের পর চলতি বছর চতুর্থ আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি করে মরক্কো। পশ্চিম সাহারায় মরক্কোর সার্বভৌমত্বকে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট। এর বিনিময়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে রাজি হয় মরক্কো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ