শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬


মাস্ক ছাড়া সেলফি তোলায় চিলির রাষ্ট্রপ্রধানকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি স্বাস্থ্যবিধি আইন মেনে মাস্ক না পরায় মোটা অঙ্কের অর্থ জরিমানা করা হয়েছে চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরাকে। জরিমানা হিসেবে তাকে গুণতে হয়েছে ৩ হাজার ৫০০ ডলার; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ টাকা।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি চিলির কাচাগুয়া সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা। সেখানে তাকে পেয়ে এক নারী তার সঙ্গে সেলফি তোলার আবদার করেন। তার আবদারে সাড়া দিতে গিয়েই বিপাকে পড়েন তিনি। ওই নারী সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পরেই দেখা যায় যে চিলির প্রেসিডেন্টের মুখে মাস্ক নেই।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ তাকে নিয়ে শুরু হয় ব্যাপক কানাঘুষা। দেশের প্রধান হওয়ার পরেও নিজেই কেন সরকারি নিয়ম ভাঙলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে শুধু সেখানেই শেষ হয়নি। সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩ হাজার ৫০০ ডলার জরিমানাও করা হয়েছে চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরাকে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ