শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৬ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬


লেবাননে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননে শিক্ষার্থীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়েছে। টিউশন ফি বৃদ্ধির প্রতিবাদে দেশটিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রাজধানী বৈরুতের রাস্তায় নেমে আসেন। এ সময় দাঙ্গা পুলিশ তাদের বিক্ষোভ মিছিলে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সম্প্রতি লেবাননের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক হয়ে পড়লে দেশটির নাগরিকদের মধ্যে ক্রমশ অসন্তোষ প্রকাশ পায়।

জানা যায়, ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান কমে যাওয়াতে দেশটির নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি পরিশোধ করতে গিয়ে শিক্ষার্থীদের এখন আগের চেয়ে অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে। অর্থনৈতিক সঙ্কটের এই সময়ে এই ব্যয়বৃদ্ধি তাদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। রোববার আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের (আয়ুব) প্রবেশ পথে প্রতিবাদী শিক্ষার্থীদের লক্ষ্য করে দাঙ্গাপুলিশ টিয়ার গ্যাস ছুড়লে তারা ইট পাথর ও পানির বোতল ছুঁড়ে মারে।

এদিকে সম্প্রতি আয়ুব এবং লাউ (লেবানিজ আমেরিকান ইউনিভার্সিটি) নামের দুটি অভিজাত বিশ্ববিদ্যালয় তাদের টিউশন ফি বৃদ্ধি করেছে। প্রতি ডলারের বিনিময়ে ছাত্রদের খরচ করতে হয় ৩ হাজার ৯০০ লেবানিজ পাউন্ড। এর আগে প্রতি ডলারের বিনিময় হিসেবে খরচ করতে হতো ১৫০ লেবানিজ পাউন্ড। শিক্ষার্থীরা এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করে। সূত্র- আল জাজিরা

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ