আওয়ার ইসলাম: তৃতীয় বারের মতো দেশজুড়ে লকডাউন ঘোষণা করতে যাচ্ছে ইসরায়েল। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটিতে সাম্প্রতিক সময়ে নতুন করে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। ফলে পরিস্থিতি মোকাবেলায় কড়াকড়ি আরোপ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু।
এ নিয়ে দেয়া এক বিবৃতিতে জানা যায়, আগামী রোববার থেকে এই লকডাউন কার্যকর হবে। প্রাথমিকভাবে দুই সপ্তাহের জন্য এই লকডাউন জারি করা হবে। তবে এখনো মন্ত্রীসভার অনুমোদন বাকি রয়েছে।
এই লকডাউন অনুমোদন পেলে দেশটির সকল দোকান, যানবাহন চলাচল, স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হবে। একইসঙ্গে বাড়ির এক কিলোমিটারের বাইরে চলাচলও নিষিদ্ধ হবে লকডাউনের আওতায়। তবে কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে এই নির্দেশ শিথিল থাকবে।
-কেএল