আওয়ার ইসলাম : করোনা একটি মহামারি। একটি মুসিবত। আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। কেউ এটাকে অবহেলা না করি। মাস্ক ছাড়া কেউ বের না হই। যথাযথ দূরত্ব বজায় রেখে চলি। এটি বৃদ্ধদের খুব কাবু করে তোলে। আপনাদের (জনগণ) কাছে আমার অনুরোধ, আপনারা করোনা বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। জীবনের হেফাজত করা ফরজ। কথাগুলো বলছিলেন পাকিস্তানের বিখ্যাত দাঈ মাওলানা তারিক জামিল।
করোনা থেকে সুস্থতা লাভের পর হাসপাতাল থেকে বাসায় ফিরে এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন তিনি। ভিডিওটি গতকাল ২৪ ডিসেম্বর নিজের ভেরিফাই ফেসবুকে পোস্ট করেন তিনি।
তিনি বলেন, আল্লাহর রাসূল সা. সতর্কতা অবলম্বনের জন্য বলেছেন। এ বিষয়ে একটি ঘটনা উল্লেখ করে মাওলানা তারিক জামিল বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খেজুর রাখা ছিলো। হজরত আলী রা. খাওয়ার জন্য হাত বাড়িয়েছেন। তিনি বলেলেন, আলী! তুমি খেয়ো না। এখন তুমি দূর্বল।
যখন আমাদের নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন। তখন আমাদেরও সতর্ক থাকা চাই। আল্লাহ তায়ালা সবাই বুঝার তৌফিক দান করুন।
উল্লেখ্য, এর আগে গত ১৩ ডিসেম্বর করোনায় আক্রান্ত হোন তিনি। ১০ দিন হাসপাতালে থেকে গত ২৩ ডিসেম্বর বাসায় ফেরেন তিনি।
ওআই/মোস্তফা ওয়াদুদ