বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

ইসলামের কথা বলায় একটি মহল আলেমদের প্রতিপক্ষ বানাচ্ছে: অধ্যক্ষ ইউনুছ আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, প্রবল বাধাবিপত্তির পরও মানুষ ইসলামের দিকে ঝুঁকছে, এটা ইসলামবিরোধী শক্তিগুলো কিছুতেই মেনে নিতে পারছে না। তাই তারা ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।

আজ (২৭ ডিসেম্বর) রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আলেম সমাজকে পরিকল্পিতভাবে প্রতিপক্ষ বানানো হচ্ছে। ইসলামের বিবি-বিধানকে কোনভাবেই মেনে নিতে না পেরে আলেমদের বিরুদ্ধাচরণ করছে তারা। ভাস্কর্যসহ অন্যান্য ইস্যুতে ওলামায়ে কেরামের যৌক্তিক বক্তব্যকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার নানা অপচেষ্টা চালানো হচ্ছে। এমতাবস্থায় ইসলাম, দেশ ও মানবতার পক্ষে দেশপ্রেমিক জনতাকে সীসাঢালা প্রাচীরের ন্যায় মজবুত থেকে সামনে এগিয়ে যেতে হবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, কোন কোন প্রশাসনিক কর্মকর্তা দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিয়ে সংঘাতের উস্কানি দিচ্ছেন। এহেন পরিস্থিতিতে সরকারকে অতি দ্রুত সময়ের মধ্যে এসব অনৈতিক কর্মকান্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আলেম সমাজকে প্রতিপক্ষ বানানোর পরিণাম কখনো ভাল হয় না।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ