আওয়ার ইসলাম: বন্দির একমাস পর জামিনে মুক্তি পেয়েছে বায়তুল মোকাররম থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ছাত্ররা!হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে করা বিক্ষোভ মিছিল থেকে গ্রেপ্তার হয়েছিলেন তারা।
আজ (২৭ ডিসেম্বর) রবিবার বিকেল ৩টায় সিএমএম কোর্টের বিজ্ঞ বিচারক তাদের জামিনে মুক্তি দেন। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শরীফ হোসেন আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৭ নভেম্বর বায়তুল মোকাররম উত্তর গেটে অনুমতি ছাড়া বিক্ষোভ করলে পুলিশ গ্রেফতার করে তাদের।
মাওলানা শরীফ হোসেন জানান, গ্রেপ্তার করা হয়েছিল মোট ২৩ জন শিক্ষার্থীকে। এর মাঝে ১৮ জনের জামিন লাভ হয়েছে। এছাড়া বাকি পাঁচজন শিশু হওয়ায় আগামী জানুয়ারিতে তাদের মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, একসাথেই সবার জামিন লাভ হতো। তবে শিশুদের কোর্ট বন্ধ থাকায় এখনই জামিন হচ্ছেনা এ পাঁচ শিশুর।
এমডব্লিউ/