আওয়ার ইসলাম: বিশ্বজুড়ে করোনা ভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা আট কোটি ছাড়িয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডো মিটারস এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়, করোনা ভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা আট কোটি সাত লাখ ১৫ হাজার ৮৭৯। যার মধ্যে ১৭ লাখ ৬৪ হাজার ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে পাঁচ কোটি ৬৯ লাখ সাত হাজার ২০৬ জন।
ওয়ার্ল্ডো মিটারসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৯৪ লাখ ৩৩ হাজার ৮৪৭। মৃত্যু হয়েছে তিন লাখ ৩৯ হাজার ৯২১ জনের।
আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি এক লাখ ৮৮ হাজার ৩৯২। এর মধ্যে এক লাখ ৪৭ হাজার ৬৫৯ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৭৪ লাখ ৬৫ হাজার ৮০৬। এর মধ্যে এক লাখ ৯০ হাজার ৮১৫ জনের মৃত্যু হয়েছে।
-এএ