রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমানের সঙ্গে জমিয়তের মতবিনিময় সরকারের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকার কারণ জানাল প্রেস উইং মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান

আমাদের ভ্যাকসিন গর্ভবতী নারীদের জন্য নিরাপদ নয়: বৃটেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম চলছে বৃটেনে। এরইমধ্যে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া ও অন্যান্য তথ্য জানিয়ে একটি নির্দেশনা প্রকাশ করেছে দেশটির সরকার। এতে ভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রে কিছু সতর্কতাও জুড়ে দেয়া হয়েছে।

বলা হয়েছে, এই ভ্যাকসিন গর্ভবতী নারীদের জন্য নিরাপদ নয়। তাই যারা এখন গর্ভবতী হয়েছেন কিংবা শীঘ্রই গর্ভবতী হওয়ার পরিকল্পনা যাদের রয়েছে তারা এখনই ভ্যাকসিন গ্রহণ করবেন না। যাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা খারাপ তাদেরকেও ভ্যাকসিন না নেয়ার আহবান জানানো হয়েছে ওই নির্দেশনায়। এইডসে আক্রান্ত হলে মানুষের প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। তাই এইডস আক্রান্তদের এই ভ্যাকসিন নেয়া যাবে না।

নির্দেশনায় জানানো হয়েছে, ভ্যাকসিনের দীর্ঘকালীন পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে নিশ্চিত হতে কোনো পরীক্ষা চালানো হয়নি। আরো সাবধান করে বলা হয়েছে যে, করোনার ভ্যাকসিনে মানুষের বন্ধ্যাত্ব হবে না তা এখনো নিশ্চিত নয়। ভ্যাকসিন গ্রহণ করলে মানুষ করোনামুক্ত হবে না বলেও জানানো হয়েছে ওই নির্দেশনায়।

বলা হয়েছে, ভ্যাকসিন শুধুমাত্র আক্রান্ত হওয়া থেকে সুরক্ষা দেবে। কিন্তু ভ্যাকসিন দেয়ার পরেও মানুষ করোনার বাহক হতে পারে। মায়েদের উদ্দেশ্যে বলা হয়েছে, ভ্যাকসিন দেয়ার পর শিশুদের বুকের দুধ খাওয়ানো যাবে না।

শিশুদের সতর্ক করে বলা হয়েছে, এই ভ্যাকসিন শিশুর ওপর প্রয়োগ করে দেখা হয়নি। তাই ১৬ বছরের কম বয়স্কদের জন্য এই ভ্যাকসিন উপযুক্ত নাও হতে পারে।

বৃটিশ সরকারের নির্দেশনায় জানানো হয়েছে, যেই ভ্যাকসিন এখন প্রয়োগ করা হয়েছে তা ৯৫ শতাংশ কার্যকর। অর্থাৎ, প্রতি ১০০ জনে অন্তত ৫ জন মানুষ ভ্যাকসিন নেয়ার পরেও করোনা আক্রান্ত হতে পারেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ