আওয়ার ইসলাম: ইসরায়েলি সেনাবাহিনীর ৬ শতাধিক সদস্য প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে মধ্যপ্রাচ্যের এ দখলদার বাহিনীটি কোয়ারেন্টাইন ও আইসোলেশেনের জন্য অন্তত ৮টি হোটেল পরিচালনা করছে।
আজ বৃহস্পতিবার ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট।
আইডিএফ জানিয়েছে, তাদের ৬১৪ সেনা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার আইডিএফ এ তথ্য জানায় বলে ইসরায়েলি গণমাধ্যমটি খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, ওই ৬১৪ জন সেনার অবস্থা এখন মাঝারি পর্যায়ে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবারের হিসাব অনুযায়ী বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন আইডিএফের ৭ হাজার ২১৩ জন সদস্য।
আইডিএফের হোম ফ্রন্ট কমান্ড আজ বৃহস্পতিবার জানিয়েছে, বাহিনীর পক্ষ থেকে বর্তমানে ৮টি করোনা হোটেল পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে ৫টি হোটেল কোয়ারেন্টাইনের জন্য ব্যবহার করা হচ্ছে এবং ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করা হচ্ছে ৩টি।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব হোটেলে সব মিলিয়ে ৮৭১ জন রোগী আছেন। অন্যদিকে, কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ১৮৭ জন।
-এটি