রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমানের সঙ্গে জমিয়তের মতবিনিময় সরকারের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকার কারণ জানাল প্রেস উইং মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান

জানুয়ারিতেই টিকা পাবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী বছর জানুয়ারির মধ্যেই বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশ্বে প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য বুধবার এই টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে। এর পরই স্বাস্থ্যমন্ত্রী টিকা পাওয়া নিয়ে ওই আশাবাদ ব্যক্ত করলেন।

সংবাদ সংস্থা ব্লুমবার্গের জরিপে কার্যকরভাবে করোনা ভাইরাস সামাল দেয়া দেশগুলোর তালিকায় বাংলাদেশের ২০ নম্বরে থাকা উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, টিকা আনার প্রক্রিয়া মোটামুটি শেষ। টিকা আনার একটা সম্ভাব্য সময় ধরা হয়েছিল জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। তবে অনুমোদনের প্রক্রিয়া দ্রুত হওয়ায় আরও আগে টিকা পাওয়ার আশা করছি।

জাহিদ মালেক বলেন, যুক্তরাজ্য অক্সফোর্ডের টিকা অনুমোদন দেয়ায় ভারতও এখন সায় দেবে। এর পর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও হয়তো অনুমোদন দেবে। সিরাম ইনস্টিটিউট যেভাবে বলেছে তাতে আশা করছি, জানুয়ারি মাসের শেষের দিকে বা তার আগেও আমরা ভ্যাকসিন পেয়ে যেতে পারি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ করোনা ভাইরাস সংক্রমণ রোধে সক্ষমতার পরিচয় দিয়েছে। এ কারণেই মহামারি মোকাবিলায় সফল দেশগুলোর তালিকায় শীর্ষ ২০ নম্বরে বাংলাদেশকে রেখেছে ব্লুমবার্গ। করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ চেষ্টা করেছে। অনেক ত্যাগ স্বীকার করেছে। করোনার কারণে সারাদেশ ছুটিতে ছিল, সবাই ঘরে ছিলেন; কিন্তু স্বাস্থ্য বিভাগ ও হাসপাতালের কোনো ছুটি ছিল না। স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা রোগীর সেবা দিয়ে গেছেন। এতে দেড় শতাধিক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মৃত্যুবরণ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ