মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬

শিরোনাম :

সিরিয়ায় যাত্রীবাহী বাসে হামলায় নিহত ২৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যাত্রীবাহী বাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায়। স্থানীয় সময় বুধবার (৩০ ডিসেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আল জোর প্রদেশে ওই হামলার ঘটনায় নিহত হয়েছেন অন্তত ২৮ জন। নিহতরা সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে বিবিসি। তবে এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

তবে, এ হামলার জন্য ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ। তাদের দাবি, ‘হামলায় ৩৭ সেনা নিহত হয়েছেন।’

সংস্থাটি জানিয়েছে, ‘পরিকল্পিতভাবে আইএস সদস্যরা বাসটিতে হামলা চালিয়েছে। সরকারপন্থী যোদ্ধা ও সেনা সদস্যদের বহনকারী তিনটি বাস লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।’

মানবাধিকার সংস্থাটি তাদের প্রতিবেদনে বলছে, প্রাচীন পালমিরা নগরীর কাছে অবস্থিত ওই অঞ্চলে প্রায়ই আইএস এবং প্রেসিডেন্ট বাসার আল আসাদ বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে ২০১৪ সালে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় আইএস। পশ্চিমাঞ্চলীয় এ প্রদেশ থেকে ইরাকের প্রায় ৮৮ হাজার বর্গকিলোমিটার এলাকা আইএসের নিয়ন্ত্রণে ছিল।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ