মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


প্রখ্যাত দাঈ মাওলানা আব্দুল হাই এর ইন্তেকালে ইসলামী ঐক্য আন্দোলনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দি কল অফ ইসলাম সোসাইটি লিবিয়ার প্রখ্যাত মুবাল্লিগ বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল হাইব এর ইন্তেকালে তার রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক ও সমবেদনা জানিয়ে এক যুক্ত বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী ও সেক্রেটারী জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান।

আজ শনিবার আওয়ার ইসলামে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, প্রবীণ এই আলেমের ইন্তেকালে দাঈ ইলাল্লাহর জগতে এক শূন্যতার সৃষ্টি হল। তার ইন্তেকালে জাতি এক প্রবীণ দায়ী ইলাল ইলাল্লাহরকে হারালো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ মরহুমের সারা জীবনের ইসলাম ও মুসলমানদের খেদমতে যা করেছেন তা কবুল করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন।

বিশেষ করে তার মাধ্যমে হাজার হাজার বিধর্মী ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় পেয়েছেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে কায়মনোবাক্যে ফরিয়াদ এই অছিলায় তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। নেতৃদয় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ