রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ আল-আজহারে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো পবিত্র ইসরাআ ও মেরাজ নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ ভিডিও গেম বিক্রির টাকা কি হালাল!

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর সুস্থতায় আল্লামা জুনায়েদ বাবুনগরীর দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি>

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ও ঢাকা কামরাঙ্গিরচর জামিয়া নূরীয়া মাদরাসার মোহতামিম মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর সুস্থতা কামনায় ওলামায়ে কেরাম ও দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন আমিরে হেফাজত, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে ব্যক্তিগত সহকারী মাওলানা ইনআমুল হাসান ফারুকীর মাধ্যমে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দেশবাসীর নিকট দোয়ার এ আহ্বান জানান তিনি।

বিবৃতিতে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী সাহেব আমাদের মুরুব্বি প্রখ্যাত বুজুর্গ হযরত মুহাম্মদুল্লাহ হাফেজ্জী রহ. এর সন্তান। তিনি দেশের একজন শ্রদ্ধেয় আলেম ও মুরুব্বি। যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবে পিতার পদাঙ্ক অনুসরণ করে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী সাহেব। ইসলাম-মুসলমান, দেশ এবং জাতির পক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি বলিষ্ঠ নেতৃত্ব ও সাহসী ভূমিকা পালন করে থাকেন। এই বয়োবৃদ্ধ বয়সেও তিনি দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।

আমিরে হেফাজত বলেন, হেফাজতের নায়েবে আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তিনি ঢাকার আসগর আলী হসপিটালে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার সংবাদে আমি উদ্বিগ্ন। মহান আল্লাহ তা'য়ালার দরবারে আমি তার রোগ মুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনা করছি।

আমি ওলামায়ে কেরাম ও দেশবাসীর নিকট মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী সাহেবের রোগ মুক্তি ও পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ তায়ালা আতাউল্লাহ হাফেজ্জী সাহেবকে সুস্থতার সহিত ও দীর্ঘ নেক হায়াত দান করুন, আমিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ