সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

ভারত-বাংলাদেশ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে: মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত-বাংলাদেশ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ শুক্রবার (২৬ মার্চ) বিকেলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দশ দিনের আয়োজনের ১০ম দিনের অনুষ্ঠানে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মানিত অতিথির বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসব কথা বলেন।

তিনি বলেন, দুই দেশের এগিয়ে যাওয়ার জন্য আমাদের শক্তিশালী গণতন্ত্র রয়েছে। ভারত-বাংলাদেশ এক সঙ্গে সামনে এগিয়ে যাবে। দুই দেশের এগিয়ে যাওয়া এই অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুই দেশের সম্পর্ক মুজবত করার জন্য যা যা করার প্রয়োজন আমরা তাই করব।

আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ‘স্বাধীনতার পঞ্চাশ বছর ও অগ্রগতির সুবর্ণরেখা’।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর ছোট মেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নরেন্দ্র মোদি এ সময় বাংলাদেশের ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে যেমন পাকিস্তানি সেনাদের অত্যাচার চলছিল। অন্যদিকে ভারতীয়রা শান্তিতে বসে ছিল না। আমরা অনেকদিন না ঘুমিয়ে রাত কাটিয়েছি।

‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তাদের ভুলব না’- এই গানটি গেয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধে যাদের অবদান ছিলো আমরা তাদের কোনদিনও ভুলব না। ভারতীয়রা কোনদিনও ভুলবে না। মুক্তিযুদ্ধে তৎকালিন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর ভূমিকা কোনভাবেই ভুলে যাওয়ার মতো নয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোটা ভারতবর্ষের মুক্তি সংগ্রামের আশার আলো ছিলেন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এ সময় নরেন্দ্র মোদি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের সুবর্ণজয়ন্তীতে ‘বৃত্তি’ চালুর ঘোষণা দিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ