সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

ওমরা পালন করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজেমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজেমি ওমরা পালন করেছেন। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ সংবাদ জানিয়েছে।

আজ বৃহস্পতিবার সৌদি আরবের মক্কায় বায়তুল্লাহয় তিনি ওমরা পালন করেন।

সংবাদ সংস্থা এসপিএ জানায়, মক্কার গ্র্যান্ড মসজিদে পৌঁছে প্রধান মন্ত্রী আল কাজেমি বায়তুল্লাহ ও মসজিদে নববিতে যান। মহানবী সা. এর রওজা জিয়ারত করেন।

আল-কাজেমি বুধবার একটি সরকারী সফরে রাজ্যের রাজধানী রিয়াদে পৌঁছেছিলেন। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাকে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন।

দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে রিয়াদে ক্রাউন প্রিন্স ও আল-কাজেমি বৈঠক করেছেন। এক যৌথ বিবৃতিতে বলা হয়, সৌদি আরব ও ইরাক একটি অর্থনৈতিক বিনিয়োগে যৌথ তহবিল স্থাপন করবে।

সফরে বুধবার ইরাকি প্রধানমন্ত্রী বলেন, ইরাক কখনো সৌদি আরবে হামলার ক্ষেত্র হবে না। নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতেই আমার রিয়াদ সফর।

এদিকে গত জানুয়ারি মাসে বিস্ফোরকবোঝাই ড্রোন রিয়াদের রাজপ্রাসাদে আঘাত করে। তখন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রতিবেশী ইরাক থেকে এই হামলা চালানো হয়েছে। তবে সৌদি আরব ওই হামলার ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার শিকার হওয়া আল-ইয়ামামা কমপ্লেক্সটি সৌদি বাদশাহ সালমানের আনুষ্ঠানিক বাসভবন ও অফিস হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া এটি দেশটির রাজকীয় আদালতের প্রধান অফিস হিসেবেও পরিচিত। সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে তেমন কিছু প্রকাশ না করলেও জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সূত্র: আল আরাবিয়া

আরো পড়ুন-করোনায় ওমরা পালন করলেন ১০ লাখ নারী

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ