রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

ইরানে ইসরায়েলের গুপ্তচর আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে ইসরাইলি গুপ্তচর আটক করা হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক গোয়েন্দা বিভাগ। সোমবার ইরানের গোয়েন্দা দপ্তর থেকে বলা হয়েছে, পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে ইসরাইলি গুপ্তচর ছাড়াও আরও কয়েকজন গুপ্তচর আটক হয়েছে। খবর রয়টার্স ও ইসরাইল পোস্টের।

গত ফার্সি বছর এই আটকের ঘটনা ঘটেছে বলে জানানো হলেও সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। গত ২১ মার্চ থেকে ইরানে নতুন বছর শুরু হয়েছে।

গোয়েন্দা বিভাগের মহাপরিচালকের দপ্তর থেকে আরও জানানো হয়েছে, পূর্ব আজারবাইজানে তাকফিরি সন্ত্রাসী নেই, সেখানে এ ধরনের কোনো সন্ত্রাসী আটক হয়নি। চেক জালসহ ব্যাংকিং জালিয়াতির সঙ্গে জড়িত কয়েকজনকে আটকের কথাও জানানো হয়েছে। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশটির সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র আজারবাইজানের সীমান্ত রয়েছে।

২০২০ সালের আগস্ট মাসে ইরানের গোয়েন্দা বাহিনী বেশ কয়েকজন গুপ্তচরকে আটক করেছিল, যাদের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার যোগাযোগ রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ