রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

ফ্রান্সে এবার বিশ্ববিদ্যালয়ে নামাজ-ধর্মীয় আচার অনুশীলনে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে কথিত 'ইসলামী বিচ্ছিন্নতাবাদ' মোকাবেলার নামে বিতর্কিত এক আইন প্রণয়নের খসড়া প্রস্তাবে বিশ্ববিদ্যালয়ের করিডরে ধর্মীয় আচার অনুশীলনে নিষেধাজ্ঞার এক ধারা অনুমোদন করেছে দেশটির আইন পরিষদের উচ্চকক্ষ সিনেট। বুধবার সিনেটের এক অধিবেশনে আলোচনার পর নতুন এই সংযোজন যোগ করা হয়।

বিতর্কিত এই আইনের খসড়ায় মধ্য-ডানপন্থী দ্য রিপাবলিকানস পার্টি (এলআর) বিশ্ববিদ্যালয়ের করিডরে মুসলমানদের নামাজ আদায়ে নিষেধাজ্ঞার ধারা যোগের প্রস্তাব করে। এর মাধ্যমে দেশটিতে মুসলিম শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে বাধার সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

অবশ্য বামপন্থী সিনেটরা ও ফরাসি শিক্ষামন্ত্রী জ্যা-মিশেল ব্ল্যানকার সিনেটে আলোচনায় এই খসড়া প্রস্তাবের বিরোধিতা করেন। তবে সিনেটের ডানপন্থী সদস্যের ভোটে তা অনুমোদন করা হয়।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ফরাসি আইন পরিষদের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে খসড়া প্রস্তাবটি অনুমোদন করে সিনেটে পাঠানো হয়। সিনেটে গত ৩০ মার্চ থেকে প্রস্তাবটি নিয়ে আলোচনা শুরু হয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন গত বছর তথাকথিত 'ইসলামি বিচ্ছিন্নতাবাদ' মোকাবেলার নামে এই আইনের প্রস্তাব করেন। দেশটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে প্রণয়ন করা এই আইনের সমালোচনা করা হচ্ছে।

আইনটির অধীনে ফ্রান্সে অবস্থিত মসজিদ ও মুসলমানদের দাতব্য সংস্থাতে হস্তক্ষেপ করতে পারবে ফ্রান্স সরকার। অন্যদিকে মুসলমান সংস্থা ও সংগঠনগুলোর অর্থ সংগ্রহ নিয়ন্ত্রণ করতে পারবে ফরাসি সরকার।

প্রস্তাবিত আইন অনুসারে মুসলিম শিক্ষার্থীদের গৃহশিক্ষার সুযোগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সব ধরনের সরকারি কর্মকর্তাদের বাধ্যতামূলকভাবে 'ধর্মনিরপেক্ষ মতবাদ' শিক্ষার ধারা প্রস্তাব করা হয়েছে এই আইনে।

আইনে ধর্মীয় বা অন্য কারণে লিঙ্গের ভিত্তিতে রোগীদের ডাক্তার বাছাই করার ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ