রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬


রমজানকে টার্গেট করে দ্রব্যমুল্য বাড়ছে: ডা. ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্রব্যমুল্যের লাগামহীন উর্ধ্বগতিতে কর্মহীন, গরীব, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেনী ক্রয়ক্ষমতা হারিয়ে মানবেতর জীবন যাপন করছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, সরকারের নিলিপ্ততার কারনে মাহে রমজানকে টার্গেট করে আরেক দফায় দ্রব্যমুল্য বাড়ছে। জনগনের প্রত্যক্ষ ভোটে বর্তমান সরকার নির্বাচিত না হওয়ায় তারা জনগনের কথা চিন্তা করে না। সরকারের গাফলতি, সেচ্ছাচারিতা ও দলীয় সিন্ডিকেটের কারনে দ্রব্যমুল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। টিসিবি ও ভোক্তা অধিকারের প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভুমিকা না থাকায় নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজার লাগামহীন হয়ে পড়েছে। তাই অতিদ্রুত আইন শৃংখলাবাহিনী ও সিভিল প্রশাসন দিয়ে ট্র্যাস্কর্ফোস গঠন করে দেশব্যাপী কঠোর বাজার নিয়ন্ত্রন ও তদারকি করা প্রয়োজন।

আজ ৯ এপ্রিল (শুক্রবার) বেলা ১১ টায় বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মাহে রমজানে দ্রব্যমুল্য নিয়ন্ত্রনের দাবীতে সাংবাদিক সম্মেলনে ডা. ইরান বলেন, করোনা ভাইরাস সংক্রমনের ভয়াবহতা থেকে জনগনকে সুরক্ষায় সরকারের উদ্যোগ বা ব্যবস্থাপনা হতাশাজনক। হাসপাতালগুলোতে চিকিৎসার সরঞ্জামাদির স্বল্পতাএবং চিকিৎসক, নার্সদের স্বাস্থ্য নিরাপত্তা চরম হুমকীর সম্মুখীন। তিনি অবিলম্বে অসহায় মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেনীর মানুষের জীবন জীবিকা নির্বাহের জন্য রেশনিং ব্যবস্থা প্রবর্তনের আহবান জানান।

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক হুমাউন কবির, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, মাওলানা জাকির হোসেন, মোঃ ইমরুল কায়েস, যুবমিশন সদস্য সচিব মোঃ শওকত চৌধুরী, ছাত্রমিশন সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক সাব্বির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাশেষে করোনা ভাইরাসে আক্রন্ত হয়ে মৃত্যুদের মাগফেরাত ও অসুস্থ্যদের সুস্থ্যতা কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা জাকির হোসেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ