শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তের জাতীয় কাউন্সিল ২০২৫-এর নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী

৬ মাস পর খুলে দেয়া হলো ফ্রান্সের প্যান্টিন গ্র্যান্ড মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহানবী হযরত মোহাম্মদ সা.-এর কার্টুন দেখিয়ে মত প্রকাশের স্বাধীনতা ব্যাখ্যা করার ঘটনায় প্যারিসে স্কুল শিক্ষক স্যামুয়েল প্যাটি হত্যাকে কেন্দ্র করে একটি মসজিদ বন্ধ করে দিয়েছিল ফ্রান্স সরকার।

৬ মাস পর গতকাল শুক্রবার (৯ এপ্রিল) প্যারিসের উত্তর-পূর্ব সীমান্তের শহরতলি প্যান্টিনের ওই গ্র্যান্ড মসজিদ মুসল্লিদের নামাজের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

গতকাল ছিল জুমার দিন। ঠিক তার আগে মসজিদ খুলে দেয়ায় স্থানীয় মুসলমানরা উৎসবের সঙ্গে নামাজে অংশ নিয়েছেন। মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ২০০ মুসল্লি জুমার নামাজে অংশ নিয়েছেন।

গত বছরের ১৬ অক্টোবরের কথা। প্যারিসের উত্তর-পূর্ব সীমান্তের শহরতলির মিডল স্কুলের ইতিহাসের শিক্ষক স্যামুয়েল প্যাটি ক্লাসে মহানবী হযরত মোহাম্মদ সা.-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ার পর এক চেচনিয়ান বংশোদ্ভূত যুবক ওই শিক্ষককে হত্যা করে।

এমন হত্যাকাণ্ডের পর দেশজুড়ে চরমপন্থী মুসলিম এবং তাদের বিভিন্ন সংগঠনের বিরুদ্ধে অপারেশন শুরু করে ফরাসি পুলিশ।

সেই ধারাবাহিকতায় বন্ধ করে দেয়া হয়েছিল মসজিদটি। অভিযোগ, মসজিদটির ফেসবুক পেজ থেকে এমন একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যা স্কুল শিক্ষক স্যামুয়েল প্যাটির বিরুদ্ধে ঘৃণা পোষণ করার বার্তা দেয়। অবশেষে ৬ মাস বন্ধ রাখার পর রমজানের ঠিক আগে আগে মসজিদটি খুলে দেয়া হলো।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ