রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের ২৭ আসনে শাপলা কলি নিয়ে লড়বেন যারা আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন: আমির হামজা সন্ধ্যা ৭টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

শান্তিপ্রিয় আলেমদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করুন: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান মাস চলছে। রমজান মাস রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এই পবিত্র মাসে শান্তিপ্রিয় আলেমদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করতে হবে। দেশে লকডাউন চলছে। এই সংকটপূর্ণ কঠিন সময়ে শান্তিপ্রিয় আলেমদের গ্রেফতার ও হয়রানি বন্ধ না করলে আল্লাহর পক্ষ থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। দেশের শান্তির সাথে আলেমদের গ্রেফতার ও হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (১৫এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতি গ্রেফতারকৃত আলেমদের মুক্তির দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, নির্বাহী সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান, মুফতি গোলাম রহমান, মাওলানা শহিদুল ইসলাম আনসারী, আলহাজ্ব জামাল নাসের চৌধুরী, মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল হক কাওছারী, সহকারি মহাসচিব মুফতি জাকির হোসাইন খান, সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, মুফতি আবু সাঈদ, মুফতি আতাউর রহমান খান, মাওলানা আবু বকর সরকার,যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালীম বিন হারুন, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি সুহাইল আহমদ ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আল আদনান প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, সরকারের উচিত রমজানের পবিত্রতা রক্ষা করা এবং করোনা মহামারী থেকে মুক্তির জন্য হাফেজী ও নূরানী মাদরাসাগুলো খুলে দেওয়া এবং আলেমদেরসহ সাধারণ মানুষদের শান্তিপূর্ণভাবে ইবাদত-বন্দেগী করার সুযোগ দেওয়া।

নেতৃবৃন্দ হাফেজী ও নূরানী মাদরাসাগুলো খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ