শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
"পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা” ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর!

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিসহ গ্রেপ্তারকৃতদের মুক্তি চাইলো ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে মিথ্যা মামলায় আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। জমিয়ত মহাসচিবসহ সম্প্রতি আটক সকল আলেমদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে ছাত্র জমিয়ত।

গতকাল সন্ধায় গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সংগঠনের পক্ষে এ দাবি করেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এখলাছুর রহমান রিয়াদ। বিবৃতিতে তিনি বলেন প্রায় আট বছর আগের পুরোনো মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তার জন্য আবার রিমান্ডে নেয়া রীতিমতো হাস্যকর ও একই সাথে দুঃখজনক।

বিবৃতিতে আরো বলা হয়, যদি অনতিবিলম্বে গ্রেপ্তারকৃত সকল আলেমদের মুক্তি দেয়া না হয় এবং হয়রানি বন্ধ করা না হয় তাহলে ইসলাম প্রিয় দেশপ্রেমিক জনতা গ্রেপ্তারকৃত আলেমদের মুক্তির দাবিতে রাজপথে নেমে আসতে বাধ্য হবে। তাই অবিলম্বে জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিন।

উল্লেখ্য: ২০১৩ সালে রাজধানীর পল্টন থানায় দায়েরকৃত একটি নাশকতার মামলায় জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে গতকাল (বুধবার) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার) পুলিশের আবেদনের প্রেক্ষিতে জমিয়ত মহাসচিবের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ