সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

আন্তর্জাতিক ফ্লাইট চালানোর ঘোষণা সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈশ্বিক মহামারি করোনার কারণে দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে সৌদি আরব। আগামী ১৭ মে থেকে দেশটি আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে বলে জানানো হয়েছে।

এ ঘোষণা দিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সৌদিয়া) কমিউনিকেশন্স বিভাগের মহাপরিচালক খালেদ বিন আব্দুলকাদের তাশ। সৌদি গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

ওই কর্মকর্তার বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে সম্প্রতি সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন-জিএসিএ) যে নির্দেশনা জারি করেছিল। সেই নির্দেশনা মেনেই আন্তর্জাতিক ফ্লাইট শুরুর দিন নির্ধারণ করেছে সৌদিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

খালেদ বিন আব্দুলকাদের তাশ জানিয়েছেন, আগামী ১৭ মে থেকে বিদেশি নাগরিকরা কোনো প্রকার বাধা ছাড়াই সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। আবার সৌদি নাগরিকরাও দেশের বাইরে যেতে পারবেন।

খবরে বলা হয়েছে, মহামারির কারণে ২০২০ সালের মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছে সৌদি কর্তৃপক্ষ। তবে গত বছরের সেপ্টেম্বর থেকে শর্তসাপেক্ষে কয়েকটি দেশে ফ্লাইট পরিচালনা করছে সৌদি এয়ারলাইন্স।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪ হাজার ৯৭০ জন। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ৬ হাজার ৮২৩ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৭০২ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ