আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-দপ্তর সম্পাদক ও ইসলামী ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মাওলানা ইহতেশামুল হক সাকীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর সত্যতা নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম। ২০১৩ সালের মামলায় তাকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ১১ এপ্রিল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হেফাজতের অন্তত ১৩ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
-এএ