আন্তর্জাতিক ডেস্ক: এবার উগান্ডায় শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের ভারতীয় ধরন। শুক্রবার দেশটির ঊর্ধ্বতন এক স্বাস্থ্য কর্মকর্তা রয়টার্সকে জানান, নতুন করে সেদেশে সংক্রমণ বাড়তে পারে।
সরকার পরিচালিত উগান্ডা ভাইরাস গবেষণা ইনস্টিটিউটের (ইউভিআরআই) প্রধান পন্টিয়ানো কালেবু বলেন, হ্যাঁ, আমরা এমন একজনকে পেয়েছি, যিনি ভারতীয় ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছেন।
তিনি জানান, কয়েকদিন আগে ভারতফেরত এক নাগরিক উগান্ডায় ঢোকার পর তার করোনা শনাক্ত হয়। তিনি ভারতীয় ধরনটিতে আক্রান্ত হয়েছেন। তবে, তাৎক্ষণিকভাবে তার সম্পর্কে আর কোনো তথ্য জানা যায়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল আইনবিউনা জানান, শুক্রবার দেশটির করোনাভাইরাস টাস্কফোর্স সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবে।
এখন পর্যন্ত আফ্রিকার অন্যান্য অনেক দেশের মতো উগান্ডাতেও তুলনামূলকভাবে করোনা ভাইরাস কম সংক্রমিত হয়েছে। তবে, ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ তীব্র আকারে ছড়িয়ে পড়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ভারতীয় রূপটি আফ্রিকাতেও ব্যাপকভাবে সংক্রমিত হতে পারে বলে আশংকা করা হচ্ছে।
-এএ