আন্তর্জাতিক ডেস্ক: এবার মালেশিয়ায় শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের ভারতীয় ধরন। রোববার দেশটির স্বাস্থ্যমন্ত্রী আধাম বাবা জানান, ভারতের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পর দেশটিতে এক জনের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীর বরাতে রয়টার্স জানায়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভারতীয় নাগরিকের দেহে এটি শনাক্ত হয়েছে।
তিনি বলেন, ‘আমরা জনসাধারণকে শান্ত থাকার পরামর্শ দিচ্ছি। সংক্রমণ ঠেকাতে ও জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে সমস্ত জনস্বাস্থ্য প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
তবে ভ্যারিয়েন্টটি কবে শনাক্ত হয়েছিল তা তিনি জানাননি।
গত বুধবার ভারতের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় সিঙ্গাপুর।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১২ হাজার ৫৫১ জন এবং নতুন করে ৭ লাখ ৮৯ হাজার ১৬৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩২ লাখ ৫ হাজার ৭৮৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ৭৫৪ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ কোটি ৭ লাখ ২৫ হাজার ৫৫০ জন।
-এএ