শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৬ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬


দল, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করব: মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দল, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গের উন্নয়নে কাজ করবে তৃণমূল। সোমবার (৩ মে) বিকেলে কালিঘাটে সংবাদ সম্মেলন এসব কথা জানিয়েছেন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সংবাদ সম্মেলনে মমতা নিজ আসন নন্দীগ্রামে পরাজয়ের ব্যাখ্যা দিতে গিয়ে আবারও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট গণনায় কারচুপির অভিযোগ তোলেন। ভোট পুনর্গণনার নির্দেশ না দিতে রিটার্নিং অফিসারকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা।

করোনা মোকাবিলাকেই তৃণমূল সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। আগামী বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা।

চলমান করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের করোনাযোদ্ধা হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা। রাজ্যের করোনা মোকাবিলায় কেন্দ্র থেকে প্রয়োজনীয় টিকা দেয়ার আহ্বান জানান তিনি।

মমতা বলেন, 'আমাদের এখানে যে ৬৫ শতাংশ ভ্যাকসিন উৎপাদন হয়েছে সেগুলো বাইরে পাঠিয়ে দিয়েছে। ফলে অক্সিন এবং ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। কিন্তু আমাদের প্রয়োজনে আমরা টিকা কিনে নেব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ