আন্তর্জাতিক ডেস্ক: জাপানের শীর্ষস্থানীয় বেশ কিছু কোম্পানি চীনে তৈরি ড্রোন ব্যবহার বাদ দিতে যাচ্ছে। নিরাপত্তাজনিত ঝুঁকিরোধে সরকারের প্রচেষ্টায় যোগ দিতে যাচ্ছে সংস্থাগুলো।
চীনা সংস্থাগুলোর তৈরি ড্রোন তাদের নির্মাতাদের কাছে সংবেদনশীল তথ্য পাঠায় বলে উদ্বেগ আছে। যুক্তরাষ্ট্র এসব ড্রোন নিয়ে গত বছর উদ্বেগ প্রকাশ করেছিল। এমনকি ড্রোন প্রস্তুতকারক ডিজেআইকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
জাপানে ড্রোন ব্যবহারকারীরা এরই মধ্যে বিকল্প উপায়ের সন্ধান শুরু করেছে। তবে, স্বল্পমূল্যে চাহিদামাফিক বিকল্পগুলোর অভাব তাদের সেই প্রচেষ্টাকে হতাশ করতে পারে। -নিক্কি এশিয়া
-এএ