আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের জামিয়া আরাবিয়া হাতুড়াবান্ধা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা কারী মাজহার আলী ফারুকী আর নেই। ভারতীয় গণমাধ্যম ‘বসীরত অনলাইন’ বিষয়টি নিশ্চিত করেছে।
আজ শুক্রবার (৭মে) সকাল ৯ টায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়িন্না ইলাইহী রাজিউন।
জানা গেছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত মাদরাসায় শিক্ষাকতা করতেন। তার মৃত্যুতে বিশ্বব্যাপী তার ছাত্র ও শুভানূধ্যায়ীরা শোকাহত। সবাই তার মাগফেরাতের জন্য দোয়া কামনা করেছেন।
এমডব্লিউ/