রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ আল-আজহারে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো পবিত্র ইসরাআ ও মেরাজ নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ ভিডিও গেম বিক্রির টাকা কি হালাল!

দূরপাল্লার বাস চালুর দাবিতে বিক্ষোভের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলমান চতুর্থ দফা লকডাউনের মধ্যেই গণপরিবহন খুলে দিলেও আন্তঃজেলা বাস (দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন) চলাচলের অনুমতি দেয়া হয়নি। এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছিল সংশ্লিষ্ট মালিক-শ্রমিকের মধ্যে। এবার সংবাদ সম্মেলন করে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন চালু করে দেওয়ার স্পষ্ট দাবি জানিয়ে তারা।

শনিবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে যৌথভাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানায়- বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

যদি তাদের দাবি না মানা হয়, তাহলে ঈদের দিন ধর্মঘট করা হবে বলে হুমকি দেয়া হয়েছে সংবাদ সম্মেলন থেকে।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। তিনি বলেন, সরকার দূরপাল্লার গণপরিবহন বন্ধ রেখেছে কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে বলে আমরা মনে করি না। মিনিবাস, সিএনজি চালিত অটোরিকশা, এমনকি ট্রাকে গাদাগাদি করে মানুষ গন্তব্যে ফিরছে। এতে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, মালিক-শ্রমিকদের দাবি হচ্ছে- অবিলম্বে (ঈদের আগেই) দূরপাল্লার গণপরিবহন খুলে দিতে হবে। যদি এই দাবি মানা না হয় তাহলে ঈদের নামাজ শেষে সারাদেশের মালিক ও শ্রমিকরা নিজ নিজ এলাকার বাস-ট্রাক টার্মিনালে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে। এছাড়া ঈদের পর থাকবে আরও কঠোর কর্মসূচি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ