আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। তবে এখনও বেশ কিছু জটিলতা রয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (শুক্রবার) সকালে ঈদুল ফিতর উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব বলেন তিনি।
এসময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকারের ভুল নীতির কারণেই দেশের মানুষের মনে আজ ঈদের খুশি নেই। লকডাউনের নামে সরকার দেশের মানুষকে বিভ্রান্ত করেছে।
সরকারের উচিত বাজেটের একটা বড় অংশ সাধারণ মানুষের কাছে পৗঁছে দেয়া। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে সকলের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।
-এটি