বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানো বিশ্ব মানবতার দায়িত্ব: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ‘ক্ষুব্ধ’ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এ ঘটনার শান্তিপূর্ণ সমাধানে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। খবর আল জাজিরার।

একটি অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের আচরণে আমরা শোকাহত এবং ক্ষুব্ধ। ফিলিস্তিনের শহরগুলোতে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়ানো বিশ্ব মানবতার দায়িত্ব।’

তিনি আরও বলেন, যারা ইসরায়েলের রক্তপাতের পরও নীরব থাকছে বা প্রকাশ্য সমর্থন দিচ্ছে, তাদের জেনে রাখা উচিত যে, একদিন তাদেরও পালা আসবে। নিরাপত্তা পরিষদের অবশ্যই জেরুসালেমে শান্তি বজায় রাখার জন্য পদক্ষেপ নেয়া উচিত।

এরদোগান বলেন, যদি গোটা পৃথিবীও ফিলিস্তিনে ইসরায়েলের নিপীড়নকে এড়িয়ে যায়, তবুও তুরস্ক চুপ করে থাকবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ