মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬

শিরোনাম :

ফিলিস্তিনের দুই মন্ত্রণালয় ভবন গুড়িয়ে দিলো ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ফিলিস্তিনের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কার্যালয় সম্বলিত দুটি ভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। রোববার (৫ মে) ফিলিস্তিনের সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর আনাদুলু এজেন্সির।

এক বিবৃতিতে গণমাধ্যম অফিসের চেয়ারম্যান সালামা মারুফ জানান, শ্রম মন্ত্রণালয়ের ভবনটি পুরোপুরি ভেঙে দেয়া হয়েছে। সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভবনটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার আল-জাজিরা ও অ্যাসোসিয়েট প্রেসসহ কয়েটি সংবাদমাধ্যমের অফিস ভবন গুড়িয়ে দেয়ার পর রোববার এ দুটি গুরুত্বপূর্ণ ভবনে হামলা চালালো দখলদার ইসরায়েল।

ফিলিস্তিনের প্রতিরোধ দলগুলি আল-আকসা মসজিদ এবং শেখ জারাহ’র আশপাশে ইসরায়েলি হামলা প্রতিরোধের প্রতিশ্রুতি দেয়ার পরে পূর্ব জেরুজালেম থেকে গাজায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, ইসরায়েল গত ১০মে থেকে অবরুদ্ধ গাজায় বিমান হামলা চালিয়ে ৩১ নারী ও ৫২ শিশুসহ কমপক্ষে ১৮১ জনকে হত্যা করেছে। আহত হয়েছে কমপক্ষে ১২০০ ফিলিস্তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ