আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে অবস্থিত একটি রাসায়নিক কারখানায় আকস্মিক দুর্ঘটনার ফলে বিষাক্ত গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়েছে।
ভয়াবহ এ ঘটনার পর আশপাশের প্রায় তিন কিলোমিটার জুড়ে বাসিন্দাদের শ্বাস গ্রহণে সমস্যার খবর পাওয়া গেছে। তবে এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
শুক্রবার (৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (৩ জুন) স্থানীয় সময় রাত ১০টা ২২ মিনিটে বিষাক্ত গ্যাস লিক হওয়ার পর ১১টা ২৪ মিনিটে তা বন্ধ করা হয়।
কারখানা কর্তৃপক্ষ বলছে, অত্যধিক উত্তাপের ফলে রাসায়নিক বিক্রিয়ার কারণে দুর্ঘটনার সৃষ্টি হয়। এরই মধ্যে কয়েকজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদানের পরে ছেড়ে দেওয়া হয়েছে।
-এএ