শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
"পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা” ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর!

বকেয়া বেতন-বোনাসের দাবিতে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংপুরের শ্যামপুর চিনিকলের স্থায়ী ও মৌসুমী শ্রমিক-কর্মচারীদের পাঁচ মাসের বকেয়া বেতন, উৎসব ভাতা ও অবসরপ্রাপ্ত শ্রমিকদের গ্রাচুইটি ও পিএফ এর টাকার দাবিতে সংবাদ সম্মেলন করেছে শ্যামপুর সুগার মিলস এমপ্লয়িজ ইউনিয়ন। সংবাদ সম্মেলন শেষে মিল গেটে বিক্ষোভ-সমাবেশও করে তারা।

রোববার (১১ জুলাই) বেলা ১২টার দিকে জেলার বদরগঞ্জ উপজেলার শ্যামপুরে চিনিকলের মূল ফটকের সামনে এ সংবাদ সম্মেলন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে শ্যামপুর সুগার মিলস এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান দাবি করে বলেন, আমরা গত ঈদুল ফিতরের উৎসব ভাতা পাইনি। সেই সঙ্গে ৫ মাসের বকেয়া বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছি।

তিনি আরও বলেন, সরকারি সিদ্ধান্ত অনুসারে শ্যামপুর চিনিকলের মাড়াই কার্যক্রম বন্ধ রয়েছে। মাড়াই বন্ধ থাকায় এই শিল্পের ওপর নির্ভরশীল শ্রমিক, কর্মচারী-কর্মকর্তা, ক্ষুদ্র ব্যবসায়ী ও আখচাষি বেকার। সবার মধ্যে আজ চরম হতাশা।

সংবাদ সম্মেলন শেষে চিনিকল ফটকে অনুষ্ঠিত বিক্ষোভ বক্তব্য রাখেন শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আক্তারুল বাদশা। তিনি বলেন, মাড়াই স্থগিতকৃত শ্যামপুর সুগার মিলে স্থায়ী শ্রমিক -কর্মচারীদের ৫ মাসের বেতন বকেয়া রয়েছে এবং মৌসুমী শ্রমিক কর্মচারীরা সরকারি নিয়ম নীতি অনুসরণ পূর্বক নিয়োগ প্রদান করার পরবর্তী সময়ে বেতন বোনাসসহ বিভিন্ন সুবিধাদি প্রদান করা হলেও গত ঈদুল ফিতরে উৎসব ভাতা প্রদান করা হয়নি।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে সকল শ্রমিক-কর্মচারীর চাকরির নিশ্চয়তা প্রদান করা সত্ত্বেও কর্পোরেশন কর্তৃপক্ষের এই ধরনের সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। তাই অবিলম্বে আসন্ন ঈদুল আযহার পূর্বে সকল শ্রমিক কর্মচারীদের উৎসব ভাতা ও পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের জোর দাবি জানান তিনি।

এসময় আরও বক্তব্য রাখেন, শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বুলু আমিন, সহ-সভাপতি আব্দুল সাত্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মন্ডল, অর্থ আনিসুল ইসলাম, শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক লিটন মিয়া, দপ্তর ও প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ