শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬


বরিশালে করোনায় আরও ১২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১২ জন মারা গেছেন। তাদের মধ্যে দুজন করোনা নিয়ে ও ১০ জন উপসর্গ নিয়ে মারা যান।

বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টায় মধ্যে তাদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে বরিশালের ৬ জন, ঝালকাঠির ২ জন, বরগুনার একজন, পটুয়াখালীর একজন, পিরোজপুরের ‍দুজন। বরিশাল মেডিকেলের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১৯২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯ দশমিক ৩৬ শতাংশ। এদের মধ্যে ৯১ জন সিটি করপোরেশনের বাসিন্দা।

২৪ ঘণ্টায় বরিশাল মেডিকেলের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছে ৫৪ জন। এর মধ্যে ২৬ জন পজিটিভ। বর্তমানে এখানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৭৯ জন। এর মধ্যে পজিটিভ ১০৩ জন।

২০২০ সালের ১৭ মার্চ থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছে ৫ হাজার ৫২৪ জন। এর মধ্যে পজিটিভ এক হাজার ৬১৬ জন। এই সময় মোট মারা গেছে ৮৭৪ জন। আর পজিটিভ ছিল ২৩৫ জন। জেলায় ২০২০ সালের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১০ হাজার ৪৯৮ জন। শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪৩ জনের।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ