বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

রসায়নের নোবেল পেলেন জার্মানি ও যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রয়েল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস ২০২১ সালের রসায়নে নোবেল পুরস্কারের জন্য জার্মান বিজ্ঞানী বেঞ্জামিন লিস্ট এবং মার্কিন বিজ্ঞানী ডেভিড ডব্লিউ. সি. এর নাম ঘোষণা করেছে। ‘অ্যাসাইমেট্রিক অর্গানোক্যাটালাইসিস’ নামে অণু তৈরির নতুন এক কৌশল উদ্ভাবন করে তারা এই সম্মাননা জিতে নিয়েছেন।

আজ বুধবার (৬ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি বিজয়ীদের নাম ঘোষণা করে।

ক্যামিস্ট্রিওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, তাদের নোবেল পাওয়ায় অবাক হওয়ার কিছু নেই। কারণ তালিকায় তাদের নাম শীর্ষেই ছিল। ম্যাকমিলান ও লিস্টের কাজ অর্গানোক্যাটালাইসিসের ক্ষেত্রে নতুন দৃশ্যপথ তৈরি করেছে।

দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, অণুর গঠনে নতুন হাতিয়ার অর্গানোক্যাটালাইসিস উদ্ভাবন করেন এই দুই বিজ্ঞানী। ওষুধ তৈরি করার গবেষণায়ও এর ব্যাপক প্রভাব পড়েছে। রসায়নকে আরও সবুজায়ন করেছে এই উদ্ভাবন।

অনেক গবেষণার ক্ষেত্র এবং শিল্প রসায়নবিদদের অণু নির্মাণের ক্ষমতার উপর নির্ভরশীল যার মাধ্যমে স্থিতিস্থাপক এবং টেকসই উপকরণ তৈরি করা যায়, ব্যাটারিতে শক্তি সঞ্চয় করা যায় বা রোগ প্রতিরোধ করা যায়। এই কাজের জন্য অনুঘটক প্রয়োজন, যা পদার্থ যা চূড়ান্ত পণ্যের অংশ না হয়ে রাসায়নিক বিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে এবং ত্বরান্বিত করে। উদাহরণস্বরূপ, গাড়িতে অনুঘটকগুলো নিষ্কাশন ধোঁয়ায় থাকা বিষাক্ত পদার্থকে ক্ষতিহীন অণুতে রূপান্তরিত করে। আমাদের দেহেও এনজাইমের আকারে হাজার হাজার অনুঘটক রয়েছে, যা জীবনের জন্য প্রয়োজনীয় অণুগুলোকে রুপদান করে।

অনুঘটকগুলো রসায়নবিদদের জন্য এইভাবেই একটি মৌলিক হাতিয়ার, কিন্তু গবেষকরা দীর্ঘদিন ধরে বিশ্বাস করতেন যে, নীতিগতভাবে, কেবল দুটি ধরনের অনুঘটক আছে: ধাতু এবং এনজাইম। বেঞ্জামিন লিস্ট এবং ডেভিড ম্যাকমিলান ২০২১ সালের রসায়নের নোবেল পুরস্কার পেয়েছেন কারণ ২০০০ সালে তারা দুজনেই তৃতীয় ধরণের ক্যাটালাইসিস বা অনুঘটন প্রক্রিয়া তৈরি করেছিলেন। এটিকে অ্যাসাইমেট্রিক অর্গানোক্যাটালাইসিস বলা হয় এবং ছোট জৈব অণুর উপর তৈরি হয়।

জৈব অনুঘটক ব্যবহারের দ্রুত সম্প্রসারণ হয় মূলত তাদের অ্যাসিমেট্রিক ক্যাটালাইসিস চালানোর ক্ষমতার কারণে। যখন অণুগুলি তৈরি হয়, এমন পরিস্থিতি প্রায়ই ঘটে যেখানে দুটি ভিন্ন অণু তৈরি হতে পারে, যা আমাদের হাতের মতো- একে অপরের মিরর ইমেজ বা প্রতিলিপি। রসায়নবিদরা প্রায়শই এগুলোর মধ্যে একটি চান, বিশেষত যখন তারা ওষুধ উৎপাদন করেন।

২০০০ সাল থেকে অর্গানোক্যাটালাইসিস বিস্ময়কর গতিতে বিকশিত হয়েছে। বেঞ্জামিন লিস্ট এবং ডেভিড ম্যাকমিলান এক্ষেত্রের নেতৃত্বদানকারীদের মধ্যে রয়েছেন এবং দেখিয়েছেন যে জৈব অনুঘটকগুলো বহুসংখ্যক রাসায়নিক বিক্রিয়া চালানোর জন্য ব্যবহার করা যেতে পারে। এই প্রতিক্রিয়াগুলো ব্যবহার করে, গবেষকরা এখন আরও দক্ষতার সঙ্গে নতুন ফার্মাসিউটিক্যালস থেকে শুরু করে এমন অণু তৈরি করতে পারেন যা সৌর কোষে আলো ধারণ করতে পারে। এইভাবে, অর্গানোক্যাটালিস্ট মানবজাতির জন্য অনেক বড় সুবিধা নিয়ে আসছে।

এবারের নোবেল পুরস্কারের এক কোটি সুইডিশ ক্রোনার সমানভাগে ভাগ করে নেবেন এ দুই গবেষক।

গত বছর ডিএনএ সম্পাদনায় নতুন একটি প্রযুক্তি উদ্ভাবনের জন্য রসায়নে নোবেল পুরস্কার পান ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের দুজন বিজ্ঞানী। তারা হলেন- ফ্রান্সের ইমানুয়েল শরপেনটির ও যুক্তরাষ্ট্রের জেনিফার এ দোনা।

গত ৪ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে ২০২১ সালের নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারে এবার চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস এবং লেবাননের আর্ডেম প্যাটাপৌসিয়ান।

আর পদার্থ বিজ্ঞানে নোবেল পান যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইতালির তিন বিজ্ঞানী। তারা হলেন, আবহাওয়াবিদ সিউকুরো মানাবে, পদার্থবিদ ক্লাউস হ্যাসেলমেন এবং সমুদ্রবিজ্ঞানী জর্জিও প্যারিসি। বৈশ্বিক উষ্ণতার পূর্বাভাস দেওয়া এবং জটিল ফিজিক্যাল সিস্টেম বা ভৌত কাঠামো সম্পর্কে বোঝাপড়ার বিষয়ে যুগান্তকারী অবদানের জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়।

করোনা মহামারির কারণে গত বছরের মতো চলতি বছরও সুইডেনের রাজধানী স্টকহোমে ছোট আকারের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে; গতবারের মতো সেই অনুষ্ঠানে আয়োজক কমিটির বাইরে অন্য কোনও অতিথি উপস্থিত ছিলেন না।

উনবিংশ শতাব্দিতে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন ডিনামাইট নামের ব্যাপক বিধ্বংসী বিস্ফোরক; যা তাকে বিপুল পরিমাণ অর্থ-সম্পত্তির মালিক করে তোলে। মৃত্যুর আগে তিনি উইল করে যান— প্রতি বছর ৬টি বিষয়ে যারা বিশেষ আবদান রাখবেন; তাদের যেন এই অর্থ থেকে পুরস্কার প্রদান করা হয়। ১৯০১ সাল থেকে শুরু হয় নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান। চলতি বছরে সোমবার থেকে শুরু হওয়া এই পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষ হবে আগামী ১১ অক্টোবর।

গত সোমবার (৪ অক্টোবর) চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। চলতি বছর এই খাতে নোবেল পেয়েছেন লেবানিজ বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী আর্ডেম পাতাপুতিয়ান ও মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস। নোবেল পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনার ভাগাভাগি করে নেবেন এ দুই বিজ্ঞানী।

আগামীকাল বৃহস্পতিবার সাহিত্যে চলতি বছরের নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর শুক্রবার শান্তি এবং আগামী সোমবার (১১ অক্টোবর) অর্থনীতি বিজ্ঞানে এবারের নোবেল পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ