বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


গণপরিবহন না পেয়ে ভোগান্তিতে সাত কলেজের পরীক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে গণপরিবহন ও পণ্য পরিবহন বন্ধ রেখেছেন মালিক-শ্রমিকরা। এতে জরুরি কাজে বাইরে বের হয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা।

বিশেষ করে রাজধানী ঢাকায় সাত কলেজের ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশ নিতে এসে চরম ভোগান্তিতে পড়েছেন অনেকে। তাদের গুনতে হয়েছে বাড়তি ভাড়া।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সাত কলেজের ভর্তি পরীক্ষা এবং দুই ডজন সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে পৌঁছাতে হিমশিম খেতে হয় পরীক্ষার্থীদের।

এই সুযোগে ভাড়ায় চালিত মোটরসাইকেল, অটোরিকশা এবং রিকশার ভাড়া দ্বিগুণ বেড়ে গেছে। বিআরটিসির কিছু বাস চললেও যাত্রীর ঠাসাঠাসিতে ওঠার কায়দা ছিল না।

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজে সকাল ১০টা থেকে ১১টা বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মোট ২৩ হাজার ৭০০ জন শিক্ষার্থী এই ইউনিটের পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ