বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


গ্রেপ্তার হয়েছে বিশ্বের কুখ্যাত সাইবার গ্যাংয়ের সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক : ইতিহাসের সবচেয়ে বড় সাইবার গ্যাংগুলোর একটি ‘রিভিল’। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী ব্যবসাপ্রতিষ্ঠানে বড় বড় হ্যাকিংয়ের জন্য রিভিলকে দায়ী করা হয়।

সোমবার বিশ্বব্যাপী এক পুলিশি অভিযানে ‘রিভিল’-এর সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

রোমানীয় পুলিশ, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে) ও ইউরোপোলের সমন্বিত অভিযানটি একই সঙ্গে অনলাইন ও অফলাইনে পরিচালিত হয়। এতে রোমানিয়ার দুজন এবং ইউক্রেনের একজন অভিযুক্ত হ্যাকারকে গ্রেপ্তার করা হয়েছে।

এক ঘোষণায় যুক্তরাষ্ট্র জানিয়েছে, ৬০ লাখ ডলার মূল্যমানের ক্রিপ্টোকারেন্সি এই সাইবার গ্যাংয়ের কাছ থেকে  সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে। ‘গ্র্যান্ডক্র্যাব’ ও ‘সোডিনিকোবি’ নামেও খ্যাত গ্যাংটি তিন বছর ধরে সারা বিশ্বে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে যাচ্ছে।

-এডব্লিউ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ