সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
স্পেন জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ভারতকে ১৯৬৫ সালের মতো জবাব দেবে পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান ‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন

যোগী রাজ্যে গরুর জন্য অ্যাম্বুলেন্স সেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের নতুন উদ্যোগ। গরুর জন্য অ্যাম্বুলেন্স। রাজ্যের ডেয়ারি, পশুপালন ও মৎসমন্ত্রী লক্ষ্মীনরায়ণ চৌধুরী জানিয়েছেন, 'কল দিলেই ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স যাতে পৌঁছে যায় তার ব্যবস্থা করা হচ্ছে। আপাতত ৫১৫টি অ্যাম্বুলেন্স, চালু করা হবে। পরে আরো অ্যাম্বুলেন্স চালু হবে। সম্ভবত ভারতে এই প্রথম গরুদের জন্য অ্যাম্বুলেন্স চালু করা হচ্ছে।'

মন্ত্রী জানিয়েছেন, 'এর ফলে গুরুতর অসুস্থ গরুদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে। সেজন্যই অ্যাম্বুলেন্সে একজন পশুচিকিৎসক ও তার দুই সহযোগী থাকবেন। আগামী ডিসেম্বর থেকে অ্যাম্বুলেন্স চালু হবে। তার জন্য লখনউতে কল সেন্টারও তৈরি করা হচ্ছে।'

সেইসাথে ভ্রুণ ট্রান্সপ্ল্যান্ট প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। এর ফলে যে গরু দুধ দেয় না, সেগুলো দুধ দেবে বলে মন্ত্রী জানিয়েছেন। এর ফলে ছাড়া গরুর সমস্যা দূর হবে বলে মন্ত্রী জানিয়েছেন। কারণ, দুধ দেয়া বন্ধ করলে কৃষকরা সেই গরুগুলোকে ছেড়ে দেয়। ফলে দলে দলে ক্ষুধার্ত গরু পরে কৃষকদের খেতে হামলা করে। তাই উত্তর ভারত-জুড়ে কৃষকরা রাতে ফসল পাহাড়া দেন। অনেকে খেতের চারপাশে বেড়াও দিয়েছেন।

মন্ত্রী জানিয়েছেন, এখন মথুরাসহ আটটি জেলায় এই স্কিম চালু করা হবে। মন্ত্রী বলেছেন, রাজ্যের ইতিহাসে এই প্রথম যোগী আদিত্যনাথ সরকার গোশালা বানাবার জন্য অর্থ সাহায্য করেছে। সেখানে বেওয়ারিশ গরু রাখা হয়। কোনো সাবেক সরকার এই পদক্ষেপ নেয়নি বলে তার দাবি।

প্রবীণ সাংবাদিক শরদ গুপ্তা ডয়চে ভেলেকে জানিয়েছেন, 'ভোট আসছে। তাই এই ধরনের আরো অনেক পদক্ষেপই নিতে থাকবে যোগী আদিত্যনাথ সরকার। উত্তরপ্রদেশে বেওয়ারিশ গরুর সমস্যা প্রবল। কৃষকরা ক্ষুব্ধ। গরু দুধ দেয়া বন্ধ করলে কৃষকদের পক্ষে তাদের আর খাওয়ানো সম্ভব হয় না। তাই তারা গরু ছেড়ে দেন। সেসব গরু পরে খেতে গিয়ে তাণ্ডব চালায়।' তার মতে, 'গরুর জন্য অ্যাম্বুলেন্স হয়েছে, ভ্রুণ প্রযুক্তি চালু হচ্ছে, এটা অবশ্যই ভালো কথা। কিন্তু সেইসাথে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটানো উচিত। মানুষও যাতে দরকার হলেই ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পান, সেই ব্যবস্থা করা উচিত।'

সূত্র: ডয়চে ভেলে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ