বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


ইয়েমেনের ৭৫ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ইয়েমেনের ৭৫ শতাংশ শিশু দীর্ঘস্থায়ী অপুষ্টিতে ভুগছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সোমবার তার টুইটার অ্যাকাউন্টে লিখেছে যে, মোট ৩ কোটি জনসংখ্যার মধ্যে ১ কোটি ৬০ লাখ ২০ হাজার ইয়েমেনি খাদ্য সংকটে ভুগছে।

সংস্থাটি ব্যাখ্যা দিয়ে বলেছে: "ইয়েমেনি শিশুদের তিন-চতুর্থাংশ অর্থাৎ ৭৫ শতাংশ শিশু দীর্ঘস্থায়ীভাবে অপুষ্টিতে ভুগছে। গত অক্টোবরে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দুর্ভিক্ষের কারণে ইয়েমেনে মানবিক পরিস্থিতির অবনতি এবং দেশটিতে ব্যাপক দুর্ভিক্ষের ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি জারি করে।

ইয়েমেন প্রায় সাত বছর ধরে সৌদি-আমেরিকান-আমিরাত জোট দ্বারা একটি অসম যুদ্ধে জড়িয়ে পড়েছে। এরফলে দুই লাখ ৩৩ হাজার ইয়েমেনি নিহত হয়েছে। জাতিসংঘের তথ্যমতে, দেশের ৩ কোটি মানুষের মধ্যে ৮০ শতাংশই বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মধ্যে বসবাস করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ