আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় তাফসীর ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ‘বাংলাদেশে তাফসীর চর্চা: অতীত বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বের) বায়তুল মুকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে আলোচনা পেশ করেন- মাওলানা আব্দুর রহমান, মুফতি মিজানুর রহমান, মাওলানা লুকমান মাজহারী, মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা মাসউদুল করীম, মুফতি মুঈনুল ইসলাম, মাওলানা নূর বখশ মজুমদার, মাওলানা আবু ইউসুফ প্রমুখ।

সেমিনারে প্রবন্ধ পাঠ করেন- মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গণী। জাতীয় তাফসীর ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাওলানা আবদুল আখিরের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা আবু দাউদ মুহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোহাম্মদ রেজাউল করীম বাবুল (এমপি), প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, নঈম নিজাম, নজির আহাম্মদ, মাওলানা নূর আহমদ, মাওলানা হুমায়ুন আইয়ুব প্রমুখ।
-এএ