দীর্ঘ সময় ধরে স্থির থাকার পর বাজারে হঠাৎ ‘ঝাঁজ’ বেড়েছে পেঁয়াজের। সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের কেজিতে ২০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
গতকাল বুহস্পতিবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে দেশি পেঁয়াজের কেজি ছিল ৮০ টাকা পর্যন্ত। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আমদানিকৃত পেঁয়াজের দামও। দাম বাড়ার বিষয়ে ব্যবসায়ীরা নানা কারণ জানালেও অল্প সময়ে দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা।
রাজধানীর মালিবাগ বাজারে পেঁয়াজ কিনতে এসে দাম শুনে হতবাক বেসরকারি চাকরিজীবী মো. নজরুল ইসলাম ফরিদ। ফরিদ বলেন, ‘গত শনিবারও ৬০ টাকা কেজি কিনলাম।
এখন সে পেঁয়াজের দাম ৮০ টাকা। দাম বাড়ারও তো একটা সীমা থাকে। পাঁচ দিনের ব্যবধানে ২০ টাকা দাম বাড়ে কীভাবে বুঝে পাই না। সরকারের পক্ষ থেকে এসব নজরদারির জন্য কেউ কি নেই। বাজারে জিনিসপত্রের দাম নিয়ে যা খুশি হচ্ছে। হুটহাট দাম বেড়ে যাচ্ছে। সেটা আমাদের জন্য কতটা সহনীয় তা যাচাইও করা হয় না।’
এদিকে বাজারে দাম লাফিয়ে বাড়ায় পেঁয়াজের জন্য টিসিবির ট্রাক সেলে ভিড় আরও বেড়েছে। রাজধানীর বিভিন্ন এলাকার টিসিবির ডিলাররা জানান, আগে তেল, ডাল, চিনির চাহিদা বেশি থাকলেও এখন পেঁয়াজেরও চাহিদা বেড়েছে।
গত রবিবার থেকে ৩০ টাকায় পেঁয়াজসহ সাশ্রয়ী মূল্যে তেল, ডাল ও চিনি বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ডিলার ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। এ কার্যক্রম চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। শুক্রবার বন্ধ থাকবে।
-এটি