আবদুল্লাহ তামিম।। দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শেখ জনূরুদ্দিন রহ. দারুল কুরআন মাদরাসার স্মরণসভা, দোয়া মাহফিল ও ফুযালা সম্মেলন সফল করতে মাদরাসার ফারেগীন ছাত্রদের এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৬, ১৭ ডিসেম্বর (বৃহস্পতি, শুক্রবার) চৌধুরীপাড়া মাদরাসার ফুযালা সম্মেলন।
আজ সোমবার (১৩ ডিসেম্বর) শেখ জনূরুদ্দিন রহ. দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসার কুমিল্লা মহানগর ও কুমিল্লা জেলার প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে সকাল দশটায় ও বিকেলে দুই দফায় দিদার সমিতি সংলগ্ন ‘ইকরা মাহাদুল হক মুজাফফরুল উলুম’ কোটবাড়ি রোডে এ পরামর্শসভা অনুষ্ঠিত হয়। বৈঠকে কুমিল্লা মহানগর ও কুমিল্লা জেলার প্রাক্তন শিক্ষার্থী ফারেগীন উপস্থিত হয়েছেন।
বৈঠকে ভার্চুয়ালি সংযুক্ত হয়েছেন চৌধুরীপাড়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা খুরশিদ আলম কাসেমী, নাজেমে তালিমাত মাওলানা মুসলিম উদ্দিন কাসেমী। উপস্থিত ছিলেন রেলওয়ে জামিয়া মাহমুদিয়া, শাহজাহানপুর, ঢাকার মুহতামিম মুফতি সুলতান আহমদ জাফরি, মরহুম মাওলানা ইসহাক ফরিদী রহ. এর জামাতা মাওলানা সাখাওয়াত রাহাত, মাওলানা শাহ জালাল, মাওলানা
যাতায়াত: কোটাবাড়ি বিশ্বরোড থেকে সিএনজি যোগে অর্ধ কিলোমিটার, কুমিল্লা টমচম ব্রিজ থেকে দুই কিলোমিটার ভিতরে।
-এটি