আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১২ হাজার ৬৫০ পিস ইয়াবা, ৮৩ গ্রাম ২২ পুরিয়া হেরোইন, ১০ বোতল ফেনসিডিল ও ২৮ কেজি ৩৮০ গ্রাম ৯০ পুরিয়া গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয় বলে জানান এই কর্মকর্তা।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা রুজু হয়েছে।
-এএ