মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


কওমী ওলামা ব্যবসায়ী কাফেলার ১ বছর পূর্তিতে জাতীয় উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘কওমী ওলামা ব্যবসায়ী কাফেলা’র এক বছর পূর্তি উপলক্ষে জাতীয় উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে জাতীয় উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়।

কওমী ওলামা ব্যবসায়ী কফেলার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি সানী হাসান কাসেমীর সভাপতিত্বে জাতীয় উদ্যোক্তা সম্মেলনে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মুহিব খান, মাওলানা কারী মুহাম্মদ আলী, হাফেজ মাওলানা আকরাম হুসাইন ও মাওলানা আফজাল হুসাইন ।

এছাড়া উদ্যোক্তদের উজ্জীবিত করতে মোটিভেশনাল বক্তৃতা প্রদান করেছেন শাহ ইফতেখার তারিক, রুহুল আমিন সাদী, হুমায়ুন আইয়ুব, মিরাজ রহমান ও জাকারিয়া মুহাম্মদ।

কওমী ওলামা ব্যবসায়ী কাফেলার উদ্যোগে এ বৃহৎ আয়োজনের নেপথ্যে কাজ করেছেন মুফতি সানী হাসান কাসেমী, মারুফ আকন্দ ও ওয়াহিদুজ্জামান মানিক।

অনুষ্ঠান প্রায় সব বক্তা ও মোটিভেশনাল স্পিকাররা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রত্যেক বিভাগে এমন আয়োজন করার জন্য উদ্যোক্তদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে দু’শতাধিক ব্যবসায়ী সদস্য অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে শেষে বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য শহীদদের রুহের মাগফিতার কামনা করে এবং কওমী ওলামাদের ব্যবসায়িক সফলতা কামনা করে দোয়া-মুনাজাত পরিচালনা করা হয়।

জানা যায়, ‘হালাল রিজিকের সন্ধানে’ স্লোগান নিয়ে এক বছর আগে যাত্রা শুরু করে কওমী ওলামা ব্যবসায়ী কাফেলা। ফেসবুককেন্দ্রিক একটি গ্রুপের মাধ্যমে যাত্রা শুরু হলেও এ গ্রুপের ব্যপ্তি বর্তমানে বাংলাদেশের সীমানা ছাপিয়ে বিশ্বময়। প্রায় লক্ষাধিক সদস্য সমৃদ্ধ এ গ্রপের মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরিতে অবদান রাখছেন কওমী আলেম-উলামা।

আয়োজকরা জানান, হালাল রিজিক সন্ধানের মাধ্যমে কওমী ওলামাদের সাবলম্বী হওয়ার মানসকিতা তৈরির উদ্দেশ্যেই মূলত আমরা এমন আয়োজন ও গ্রুপ করেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ