বেলায়েত হুসাইন: বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরস্থ দীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহয় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ৯ নয়টায় মারকাযের বাইতুল আমান ভবনের সামনের সড়কে এটি শুরু হয়।
প্রথমে পবিত্র কোরআন তিলাওয়াতের পর শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে। এসময় আমন্ত্রিত অতিথিরা জাতীয় পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকার মুহতামিম মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী। সভাপতিত্বের বক্তব্যে তিনি শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির সেবা করার আহবান জানান।
তিনি বলেন, আমাদের পূর্ববর্তীরা তাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদেরকে এই দেশ উপহার দিয়েছেন। এখন এটির রক্ষণ এবং উন্নয়নে প্রচেষ্টা করা আমাদের দায়িত্ব।
আর মহান মুক্তিযুদ্ধে যেসব আলেম শহীদ হয়েছেন এবং স্বাধীনতা অর্জনে যাদের অবদান রয়েছে তাদের স্মরণ করেন মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী। মহান আল্লাহর নিকট তাদের জন্য জান্নাতের উঁচু মর্যাদা কামনা করে দোয়া করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক আলহাজ শামীম হুসাইন, আলহাজ শাহরিয়ার মোর্শেদ, মারকাযের শিক্ষক মাওলানা বেলায়েত হুসাইন, মাওলানা হুমায়ুন কবীর, মাওলানা আব্দুল ওয়াহেদ, হাফেজ রবিউল ইসলাম প্রমুখ।
সকাল দশটা নাগাদ শহীদদের মাগফেরাত কামনা করে দোয়ার মাধ্যমে বিজয় অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
-এএ