মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


‘মুজিব বর্ষ’ বানান ভুল নিয়ে আয়োজক কমিটির ব্যাখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শপথ বাক্য পাঠের মূল মঞ্চের ডায়াসে ‘মুজিব বর্ষের’ শপথ লেখার পরিবর্তে ‘মুজিবর্ষের’ লেখার ব্যাখ্যা দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।

ডিভাইস ট্রান্সফারের একপর্যায়ে ‘মুজিব বর্ষের’ একটি ‘ব’ অক্ষর অমিট হয়ে গেছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির মিডিয়া কনসাল্টেন্ট আসিফ কবীর।

তিনি বলেন, ‘পোডিয়ামের বানান ভ্রান্তিটির প্রাথমিক খোঁজখবরে যা জানতে পেরেছি তা হলো আমরা একটি চিপ-এ পিসি থেকে ট্রান্সফার করে লেখাটি উৎকীর্ণ করেছি। ডিভাইস ট্রান্সফারের একপর্যায়ে একটি ‘ব’ অক্ষর অমিট হয়ে গেছে। আমরা পিসিতে চেক করে দেখেছি এটা ঠিকই আছে। এডভান্স টেকনোলজির বিষয়টি হয়তো স্যুট করেনি।’

একজন ফেসবুক ব্যবহারকারী বলেন, ‘এলইডিতে পরিস্ফুটন করে লেখাটি তোলা হয়েছে। পেডিয়ামের মনিটরেই আমরা ত্রুটিপূর্ণ বানান দেখতে পাই। এমন প্রাযুক্তিক গোলমালের বিষয়টি দৃষ্টিতে আসার পরপরই নামাজের বিরতিতে মাধ্যমটি পরিবর্তন করে ত্রুটি সংশোধন করা হয়। অর্থাৎ প্রথমে এলইডিতে পরে ম্যানুয়ালি উৎকীর্ণ করা প্লেট প্রতিস্থাপন করে।’

তিনি আরও বলেন, ‘আমি একটি গণমাধ্যমের প্রশ্নের জবাবেও বিষয়টি ব্যাখ্যা করেছি। পরিবেশিত সংবাদে তারা সংক্ষেপিত উদ্ধৃতি করেছেন।’

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেল থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। অনেকে উল্লেখ করেন, বানানের ভুল শুধরে দেওয়ার দায়িত্ব কি প্রধানমন্ত্রীর? এমন ভুল চোখে পড়ায় আয়োজনের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই।

সিনিয়র এক সাংবাদিক তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মুজিববর্ষের এরকম ভুল বানানই প্রমাণ করে মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব যাদের হাতে দিয়েছেন তারা অনেকটাই অযোগ্য।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ